পানির দাম বাড়াচ্ছে না ওয়াসা

পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা ওয়াসা। ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে ওয়াসার যে প্রস্তাব ছিল তা বোর্ড সভায় উত্থাপন করা হয়েছিল।

তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে বেশিরভাগ বোর্ড সদস্য পানির দাম না বাড়ানোর পক্ষ মত দিয়েছেন। যে কারণে পানির দাম বাড়ানোর ওয়াসার যে প্রস্তাবনা ছিল তা থেকে সরে আসতে হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ভার্চুয়ালি ওয়াসার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা বলেন, গতকালের সভার আলোচ্য সূচিতে পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের বিষয় ছিল। সে অনুযায়ী পানির দাম বাড়ানোর প্রস্তাব তোলা হলে বোর্ডের অন্য সদস্যরা করোনা পরিস্থিতি বিবেচনায় পানির দাম না বাড়ানোর পক্ষে মত দেয়। ফলে পানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয় ঢাকা ওয়াসা।

বিভিন্ন সময় পানির দাম বাড়িয়ে বর্তমানে আবাসিক গ্রাহককে প্রতি ইউনিট অর্থাৎ এক হাজার লিটার পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা। পাশাপাশি বাণিজ্যিক সংযোগের জন্য গ্রাহককে গুণতে হচ্ছে ৪০ টাকা করে। যা পাঁচ শতাংশ বাড়িয়ে দাম নির্ধারণের প্রস্তাব করেছিল ঢাকা ওয়াসা। করোনা মহামারির শুরুর দিকে গত বছরের এপ্রিলেও এক দফা পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে সময় প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। 

ওয়াসা বলছে, ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ থেকে ২৮ টাকা। তাই পানির মূল্য বৃদ্ধি প্রয়োজন। এছাড়া মূল্যস্ফীতি সমন্বয় করতেও মূল্য বৃদ্ধির প্রয়োজন রয়েছে। 

ওয়াসা আইন ১৯৯৬ এর ২২(২) ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড অনধিক পাঁচ শতাংশ হারে পানি ও পয়ঃঅভিকর সমন্বয় করতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //