এডিস মশার উৎস সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান

শুধু নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বরগুলোতে নয়, অনলাইনেও এডিস মশার উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় ঢাকাবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।

মেয়র তাপস বলেন, 'যে কোনো ব্যক্তি কোথায় এডিস মশার লার্ভা ও রোগী রয়েছে অনলাইন ওয়েবসাইটে (নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) আমাদেরকে তথ্য দিতে পারেন। তথ্য পাওয়ার সংগে সংগে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।' 

মেয়র বলেন, 'আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগীর যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে কর্মীরা আমরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা এডিস মশার লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে অভিযান সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।'

ওয়েবসাইটে আবেদনের লিংক: https://forms.gle/gPamcWqJNFtDZvir6

মেয়র তাপস বলেন, 'দক্ষিণ সিটি করপোরেশনের যে কোনো বাসিন্দা ওই ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসাবাড়িতে বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়া উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।' 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //