আজ থেকে সব বাসে এক ভাড়া

ঢাকা মহানগরী এলাকায় আজ থেকে বাসে ‌‌‘সিটিং-গেটলক’ ব্যবস্থা আর থাকছে না। ফলে এ সেবার নামে আর অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ থাকছে না। সব বাসকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়াই নিতে হবে।

সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনটির নেতাদের সঙ্গে ঢাকায় চলাচল করা সব কম্পানির বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। এখানে থেকে পরবর্তী তিন দিনের মধ্যে বাসের সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের সিদ্ধান্ত আসে।

গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আগামীকাল (আজ) থেকে ঢাকায় সিটিং গেটলক সার্ভিস নামে কোনো বাস চলবে না। আমরা বাস থেকে এ জাতীয় লেখা মুছে ফেলতে তিন দিনের সময় দিয়েছিলাম। এখন কেউ এমন সার্ভিস চালায় তাহলে বিআরটিএ কঠোর আইনি ব্যবস্থা নেবে।’


ভাড়া বাড়েনি যেসব বাসে – সিএনজি চালিত বাসের তালিকা

ঢাকা যেসব গাড়ি সিএনজিচালিত সেগুলো হলো-
১. গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট লিমিটেড (৪০টি বাস),
২. অনাবিল সুপার লিমিটেড (৫টি বাস),
৩. প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেড (১২টি বাস),
৪. শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেড (৩০টি বাস),
৫. আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেড (২০টি বাস),
৬. মেঘালয় ট্রান্সপোর্ট লিমিটেড (৫টি বাস),
৭. হিমালয় ট্রান্সপোর্ট লিমিটেড (১৪টি বাস),
৮. ভিআইপি অটোমোবাইল লিমিটেড (২টি বাস),
৯. শিকড় পরিবহন লিমিটেড (৮টি বাস),
১০. বিকল্প অটো সার্ভিস লিমিটেড (১টি বাস),
১১. মেঘলা ট্রান্সপোর্ট লিমিটেড (২৭টি বাস),
১২. গাবতলী লিংক মিনিবাস সার্ভিস (১১টি বাস),
১৩. ৬ নং মতিঝিল বনানী কোচ (২১টি বাস)


আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার নতুন তালিকা ২০২১

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //