চট্টগ্রামে তিন হাজার ভাসমান মানুষ পেলেন করোনা টিকা

চট্টগ্রাম শহরে তিন হাজার ভাসমান ও ছিন্নমূল মানুষ পেলেন করোনা টিকার প্রথম ডোজ। বুধবার (২৩ ফেব্রুযারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদেরকে জনসনের করোনা টিকা দেওয়া হয়।

এর মধ্যে খলিফাপট্টিতে ছয়শ’, মেথরপট্টিতে পাঁচশ’, হাজারী লেনে নয়শ’, বহদ্দারহাটে পাঁচশ’ নোমান কলেজ এলাকায় পাঁচশ’ মানুষকে টিকা দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এই টিকা প্রদান কার্যক্রম পরিচাীরত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার তৃতীয় পর্যায়ে টিকা প্রদান করা হয় বলে জানা গেছে।

ধাপে ধাপে নগরীর এক লাখ ভাসমান ছিন্নমূল মানুষকে জনসন কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নগরীর সকল ভাসমান মানুষ ধাপে ধাপে টিকার আওতায় আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬, ২০   ৩২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকী সেনগুপ্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //