ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই কমলাপুরে

রাত পোহালেই পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে গ্রামের বাড়ি ফেরার মেষ দিন আজ শনিবার (৯ জুলাই)। গতকাল শুক্রবার (৮ জুলাই) ঈদযাত্রার প্রথম দিনে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিল, আজ তেমন ভিড় নেই। এদিকে স্টেশনে উত্তরবঙ্গগামী ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে। খুলনাগামী ট্রেনেও একই দশা।

আজ সকালে সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, যাত্রীরা লাইন ধরে টিকিট কাটছেন। কেউ রেলস্টেশনের দোকানগুলোয় সকালের নাশতা করছেন, কেউ টিকিট কাটার পরপরই ঢুকছেন প্ল্যাটফর্মে৷ উত্তরবঙ্গের যাত্রীদের অনেককে জিনিসপত্র নিয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে৷ গতকাল ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুরে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও চাপ ছিল৷ কিন্তু আজ তা অনেকটাই কম৷

সবচেয়ে বড় শিডিউল বিপর্যয় ঘটেছে উত্তরের জেলা নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেসের৷ সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ের কারণে এখনো তা ছাড়েনি৷ ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় হিসেবে রেলওয়ের পক্ষ থেকে বেলা ৩টা ১০ মিনিটের কথা বলা হয়েছে৷ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া আটটায় ছাড়ার কথা ছিল৷ কিন্তু বেলা সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও ট্রেনটি ছেড়ে যায়নি৷ রেলওয়ের পক্ষ থেকে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় হিসেবে বেলা ১১টা ৩৫ মিনিটের কথা বলা হয়েছে৷

সুন্দরবন এক্সপ্রেসের অপেক্ষায় থাকা খুলনার যাত্রী সাগর হোসেন বলেন, ‘সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের নিয়ে কমলাপুরে এসে শুনি ট্রেন ছাড়তে দেরি হবে৷ কয়েক ঘণ্টা ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই ভোগান্তির শেষ কোথায়?’

এছাড়া জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা ১১টায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১০ মিনিটে, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা সোয়া ১১টায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস বেলা পৌনে ১১টায় ছাড়ার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১১টা ৪০ মিনিটে) ঢাকা ছেড়ে যায়নি৷ তবে এসব ট্রেন শিগগিরই ছেড়ে যাবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে৷

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ‘আজ সব ট্রেন শিডিউল অনুযায়ী চলছে না৷ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী চলছে৷ শুধু উত্তরবঙ্গগামী ট্রেনগুলোয় শিডিউলের কিছুটা বাইরে চলছে৷' গতকালের থেকে আজ কমলাপুরে ভিড় বা মানুষের চাপ অনেক কম বলেও জানালেন তিনি।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //