রাজধানীতে গণপরিবহন সংকট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে ঢাকায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এর আগে, গতকাল শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ফলে রাত ১১টার পরপরই পরপরই ফাঁকা হয়ে যায় রাজধানীর সড়কগুলো। কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটের বাস বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা। ফলে মধ্যরাতে বিপাকে পড়েন ঘরমুখো নগরবাসী।

এদিকে সকাল ৭-৮টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার, কমলাপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড ঘুরে গণপরিবহনের সংকট দেখা যায়। অফিসগামী যাত্রীর তুলনায় বাসের সংখ্যা ছিল কম। তাই বাড়তি ভাড়া দিয়ে রিক্সা কিংবা অন্য কোনো উপায়ে অফিসে গন্তব্যে যেতে দেখো গেছে। 

বাসচালকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আগের ভাড়ায় বাস চালালে লোকসান গুনতে হবে। তাই তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //