‘মূল চালক আটক হলে জানা যাবে ক্রেন কে চালাচ্ছিলেন’

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার যে ক্রেনে করে উঠানো হচ্ছিল সেই ক্রেনের চালক পলাতক রয়েছেন। ক্রেনটি মূল চালক চালাচ্ছিলেন না অন্য কেউ চালাচ্ছিলেন তা চালককে ধরা গেলেই সব প্রশ্নের জবাব মিলবে।

গতকাল সোমবার (১৫ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

তিনি বলেন, যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনিই ক্রেনটি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ চালাচ্ছিলেন, সেই প্রশ্নের জবাব আপাতত নেই।

ওসি বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ ফায়ার সার্ভিসের কাছ থেকে বুঝে পেয়েছি। আহত দু’জনের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা চলছে। ক্রেনের চালককে আটকের পরই সব প্রশ্নের জট খুলবে। এ ঘটনায় রাতেই মামলা হবে।

এদিন বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেনে তোলার সময় সেটি ছিটকে পড়ে ঘটনাস্থলে ৫ প্রাইভেটকার আরোহীর মৃত্যু হয়। পরে প্রাইভেটকার কেটে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //