বিচারপতি মানিকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) এ এইচ এম মানিকের পক্ষে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ব্যক্তিগত কর্মকর্তা মো. নূর নবী মিয়া জিডি করেন 

শাহবাগ থানার উপ-পরিদর্শক কামরুর নাহার জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে ভুয়া ফেসবুক প্রোফাইল খোলার কারণে আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি ডিবি সাইবার বিভাগকে দেখতে বলা হয়েছে।

জিডিতে বলা হয়েছে, কোন দুষ্কৃতকারী ব্যক্তি বা মহল আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নামে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ফেসবুক প্রোফাইল অপারেট করছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কখনো ব্যক্তিগত নামে ফেসবুক প্রোফাইল/পেজ/গ্রুপসহ কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট খোলেননি। তার পক্ষ থেকে তার অনুমোদনক্রমে কোনো ধরনের একাউন্ট নেই এবং কখনো ছিলো না।

গত ২ নভেম্বর শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর কিছু দুষ্কৃতকারী আক্রমণ চালায়। এ ঘটনা তখন পল্টন থানা মামলা দায়ের করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //