কলকাতাগামী ট্রেন থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ আটক ৮

ঢাকা থেকে কলকাতাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ আট যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকার বেশি বলে জানা গেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬), ও মো. সুমন (৩৬)।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল টিম গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান পরিচালনা করে।

এ সময় ৮ বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশী করে ও পায়ুপথে ৫৫টি স্বর্ণের বার বা ৬.৫৪৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার কোটি টাকা।  

আটক স্বর্ণের বার ঢাকা কাস্টম হাউসে জমা দিয়ে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //