উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া স্বপ্নের মেট্রোরেলে দ্বিতীয় দিনের মতো আজও উপচেপড়া ভিড় দেখা গেছে। ভোরে শীত উপেক্ষা করে স্টেশনে ঢুকতে যাত্রীদের দীর্ঘ সারি।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে মেট্রোরেলের এক নম্বর স্টেশন উত্তরার দিয়াবাড়ী স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান অনেকে। সবার চোখেমুখেই ছিল আনন্দ-উচ্ছ্বাসের ছটা। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে এ সারি।
উত্তরার উত্তর স্টেশনে এক যাত্রী জানান, গতকাল (বৃহস্পতিবার) এসে ফিরে গেছি। এ জন্য আজকে ভোর সাড়ে ৫টায় এসে লাইনের প্রথমেই দাঁড়িয়েছি। আজকে গেট ওপেনের প্রথমেই প্রবেশ করতে পেরে ভীষণ খুশি।
তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নতুন হওয়ায় অভ্যস্ত হতে সময় লাগছে। এসব জটিলতা পেরিয়ে ট্রেনে চড়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা।
মেট্রোরেলের জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন জানান, এখন আমরা সীমিত পরিসরে চালু করেছি। এরপরও এখন দর্শনার্থী অনেক বেশি। সবাই একসঙ্গে প্ল্যাটফর্মে ঢুকলে সমস্যার সৃষ্টি হবে। প্রথম প্রথম মানুষের একটু ভিড়তো থাকবেই। নতুন এ গণপরিবহনে অভ্যস্ত হতে একটু সময় লাগবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেট্রোরেল গণপরিবহন মেট্রো স্টেশন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh