রাজধানীতে এক রাতে ২৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে একটি ‘সংগঠিত ছিনতাইকারী চক্রের’ মাস্টারমাইন্ডসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৩-এর একাধিক দল রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, মুগদা, ওয়ারী, খিলগাঁও ও শাহজাহানপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করে।
র্যাব জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৩-এর অপারেশন অফিসার বিনা রানী দাস বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা রাজধানীর গলিতে লুকিয়ে থাকে। এরপর ধারালো অস্ত্রের মুখে পথচারী, রিকশা ও অটোরিকশার যাত্রীদের ছিনতাই করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ছিনতাইকারীরা খিলগাঁও, মালিবাগ রেলগেট, দৈনিক বাংলা মোড়, পীর জঙ্গী মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, হাতিরঝিলের নাসিরেরটেক, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং, পল্টন মোড়, গোলাপ শাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়াম, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং ও এর আশপাশে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সক্রিয় রয়েছে।
বিনা বলেন, র্যাব-৩ গত ছয় মাসে ৫৮টি অভিযানে দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ছিনতাইকারী গ্রেপ্তার র্যাব
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh