রাজধানীর ৭১১ বাসে চালু হচ্ছে ই-টিকিটিং

রাজধানীর মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী রুটে ১৫টি কোম্পানির অধীনে চলাচলকারী আরো ৭১১টি বাসকে আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ই-টিকিটিং সিস্টেমের আওতায় আনা হচ্ছে।  এর ফলে ঢাকার মোট ৪৫টি কোম্পানি ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

আজ সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর মিরপুরভিত্তিক ৩০টি কোম্পানির অধীনে মোট ১ হাজার ৬৪৩টি বাসে  ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়।

সংবাদ সম্মেলনে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ৭০ থেকে ৭৫ শতাংশ বাসে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকিগুলোতে কার্যকর করার লক্ষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৩টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমিতির নিয়োগ করা ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন সড়কে মনিটরিং করছে। যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ই-টিকিটিং সিস্টেমে নতুন করে যোগ হওয়া ১৫টি কোম্পানি হলো— মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট এ-১৪১), আলিফ এন্টারপ্রাইজ (২) (রুট এ-২৯২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড ও স্বপ্ন পরিবহন লিমিটেড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //