বিশ্ব ইজতেমাকে ঘিরে রাজধানীজুড়ে থাকবে কড়া নিরাপত্তা

গাজীপুরের টঙ্গীতে আগামী ১৩-১৫ এবং ২০-২২ জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইজতেমাকে ঘিরে রাজধানীজুড়ে থাকবে কড়া নিরাপত্তা। একইসঙ্গে ইজতেমাস্থলের নিরাপত্তায় ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দল দায়িত্ব পালন করবে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিশ্ব ইজতেমা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, ইজতেমা ঘিরে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি ইজতেমার আয়োজক উভয়পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিরা ইজতেমা ঘিরে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //