রাজধানীর মগবাজারে ওয়্যারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণস্থল থেকে অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশীদ বলেন, বিস্ফোরক দ্রব্যটি ময়লা ভর্তি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে স্প্লিন্টার পাওয়া গেছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিল, তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে।
প্লাস্টিকের ড্রামটিতে বোমা ছিল কি না?- প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, ময়লার ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থলে অসংখ্য স্প্লিন্টার পাওয়া গেছে। এই বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। একটা স্কুলের সামনে এটা কেন রাখা হয়েছিল সেটা আমরা বের করার চেষ্টা করছি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেটের সামনে এ বিস্ফোরণ হয়। এতে আহত চার পথচারী হলেন- সাইফুল ইসলাম (৩৫), তারেফ (২০), শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মগবাজার বিস্ফোরণ স্প্লিন্টার হাসপাতাল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh