ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসের ১৫ তারিখ পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা।
পাশাপাশি, চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির উপর ভিত্তি করে দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এছাড়া, ভ্যাট আদায়ের পদ্ধতি সহজ করা এবং ভোক্তা অধিদপ্তরের অভিযান বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু বলেন, সাধারণত মাগরিবের নামাজের পর দোকানে বেচাবিক্রি হয়। কিন্তু রাত ৮টায় দোকানপাট বন্ধ করায় ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
তিনি বলেন, দোকান ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনা করে ১৫ রমজান পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এবং ১৫ রমজান এর পর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ওপর ভিত্তি করে দোকান খোলা রাখার দাবি জানাচ্ছি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, দেশের ৫৪ লাখ দোকান ব্যবসায়ীর পক্ষে কোনো সিন্ডিকেট সম্ভব নয়। সিন্ডিকেট পরিচালনা করে দেশের ১৫ থেকে ২০ জন পণ্য আমদানিকারক, উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তির দাবি জানাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দোকান মালিক সমিতি রমজান দোকানপাট ঈদুল ফিতর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh