রাজধানীতে অনুষ্ঠানের রুট পারমিট পেতে মানতে হবে ৯ নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীতে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও যাতায়াতের ক্ষেত্রে রুট পারমিট পেতে নতুন ৯ দফা নির্দেশনা দিয়েছে। শহরের যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, ব্যাংক, বিমা ও বিভিন্ন প্রতিষ্ঠান বনভোজনের আয়োজন করে। এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ সব অনুষ্ঠানে যাতায়াত সুন্দর করতে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

এ জাতীয় উৎসব বা অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট অথবা ডিএমপি ট্রাফিক বিভাগের অনুমতি চেয়ে অনেকে আবেদন করেন। কিন্তু অনেক ক্ষেত্রে যথাযথ মাধ্যম অনুসরণ ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয় না। এর ফলে আবেদনকারীকে যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করাও সম্ভব হয় না।

আদেশে যে সব বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-

১. আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে।

২.আবেদনে উল্লিখিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

৩. অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের ৩ দিন আগে ওই ঠিকানায় জমা দিতে হবে।

৪. আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে।

৫. আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।

৬. অস্থায়ী রুট পারমিট শুধু আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

৭. ডিএমপি ট্রাফিক বিভাগ প্রদত্ত অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে।

৮. কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার সংরক্ষণ করবে।

৯. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //