ঘুড়ি আটকে থাকায় সিঙ্গেল লাইনে চলছে মেট্রোরেল

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে থাকার কারণে সিঙ্গেল লাইনেই চলছে উভয়পথের ট্রেন।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসির উদ্দিন বলেন, ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুড়ি সরানোর কাজ করছে। ঘুড়ি সরানো হয়ে গেলে দ্রুতই টেন চলাচল শুরু হবে। কারণ ঘুড়ি সরানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

তিনি আরো বলেন, শেষ রাতের দিকে এ ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। এতে কোনো অসুবিধা হচ্ছে না।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //