জন্মনিবন্ধন জালিয়াতি করায় ২ কর্মচারির চাকরি গেল

জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিকে জন্মনিবন্ধন সনদ প্রদান করার দায়ে ১ জনকে চাকরিচ্যুত ও একজনকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেন নগরপিতা।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিচ্যুত কর্মচারীর নাম মাফরুজা সুলতানা। সবশেষ তিনি ডিএনসিসির অঞ্চল-৫ এর স্বাস্থ্য শাখার জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

অঞ্চল-৩ ও ৯ এ (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালনরত অবস্থায় উজবেকিস্তানে জন্মগ্রহণকারী এক রুশ বংশোদ্ভূতকে জন্মনিবন্ধন সনদ দেন তিনি।

এ ছাড়া তার বিরুদ্ধে সই জাল করে বিভিন্ন সময় জন্মনিবন্ধন সনদ প্রদান এবং যারা আইনগতভাবে জন্মনিবন্ধন সনদ পাওয়ার যোগ্য নন, তাদেরকেও জন্মনিবন্ধন সনদ প্রদানের অভিযোগ রয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আজিজুন নেছা। তিনি ডিএনসিসির অঞ্চল-৩ এবং ৯ এর (অতিরিক্ত দায়িত্ব) স্বাস্থ্য শাখার সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //