মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। বাকি ৪টি স্টেশনও চলতি মাসে উন্মুক্ত করা হবে। তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথের প্রতিটি স্টেশনই যাত্রী উঠা-নামা করতে পারবেন।
আজ বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে স্টেশনের গেট খুলে দেওয়া হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
গেট খুলে দেওয়ার পর অন্য স্টেশনের মতো এই এলাকায় যাত্রীদের তেমন চাপ চোখে পড়েনি। যাত্রীদের মেট্রো স্টেশনে প্রবেশের জন্য বাড়তে কোন লাইনও ধরতে হয়নি।
মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা ছিলো। ভেতরে রোভার স্কাউটের সদস্যরা যাত্রীদের সহায়তা করেন। এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সদস্যরাও যাত্রীদের সহায়তা করেন।
মিরপুর-১০ থেকে উত্তরা স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং আগারগাঁওয়ের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh