সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা সন্দেহজনক: র‌্যাব ডিজি

সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা নিয়ে র‌্যাব খুবই চিন্তিত- উল্লেখ করে বাহিনীটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের কাছে সন্দেজনক মনে হচ্ছে।

আজ মঙ্গলবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতদের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। র‍্যাবের বোম্ব ডিজপোজাল টিমও কাজ করছে, সেনাবাহিনীও আছে। তারা সবাই বেজমেন্ট সার্চ করছে। কোনও আলামত পাওয়া যায় কি না খতিয়ে দেখছে।’

তিনি বলেন, আমরা দেখেছি ঘটনা ঘটেছে একটি দোকানের গ্রাউন্ড ফ্লোরে, যেটা ব্যাজমেন্ট। আশপাশের দোকান যেগুলো ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনও বেজমেন্টে পৌঁছাতে পারি নাই।

এম খুরশীদ হোসেন বলেন, সাম্প্রতিককালে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। যেগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত। আমাদের কাছে সন্দেজনক মনে হচ্ছে।

তিনি আরো বলেন, বিষয়গুলোর সঙ্গে কোনও নাশকতা আছে কিনা, জানার জন্য র‍্যাবের গোয়েন্দা টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। কাজ করার পর বলতে পারবো আসলে ঘটনা কী।

র‌্যাবের ডিজি বলেন, নগরবাসীর জন্য আতঙ্কের কিছু নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত না করে হুট করে কিছু বলা যাবে না। কিন্তু আমাদের কাছে সন্দেজনক মনে হচ্ছে। সেজন্য আমরা গোয়েন্দা নামিয়েছি, তারা খতিয়ে দেখবে বিষয়গুলো।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //