গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২২

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন আরাফাত (২৬) নামে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। 

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল বলেন, রাত ৮টার দিকে ইয়াছিন মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। প্রথম দিন থেকেই তিনি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন।

নিহত ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজধানীর মগবাজার এলাকায় মামা মোহাম্মদ আজিমের বাসায় থাকতেন। 

গত মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //