ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজের জন্য রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ রয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ চলায় হাতিরঝিল-মগবাজার সড়ক সাময়িক ভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৩ মার্চ) সকালে ডিপিডিসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিকানাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে হাতিরঝিল লেকের দক্ষিণ পাশের রাস্তা খনন করে ১৩২ কেভি ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ চলছে। কাজ চলাকালে হাতিরঝিলের মহানগর প্রান্ত হতে মগবাজার পর্যন্ত একমুখী রাস্তার দুইটি অংশের একটি অংশ (সার্ভিস লেন) সাময়িক বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, এ সময় যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিকল্পনা অনুযায়ী যানবাহনসমূহকে উক্ত এলাকায় চলাচলের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এ সড়কে চলাচলকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh