রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আসার পর আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে। উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
মো. মাইন উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যে ৮ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন, তাদের দুজনের অবস্থা গুরুতর।
বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ড স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন আশপাশের মার্কেটেও ছড়িয়ে পড়ে। সে আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh