একদিনে ঢাকা ছেড়েছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী

ঈদুল ফিতর উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) একদিনে ঢাকা ছেড়েছেন ১২ লাখের বেশি মোবাইলে সিম ব্যবহারকারী। আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রবির মোট ৩ লাখ ২ হাজার ২৮৪ জন, গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, বাংলালিংকের সাড়ে ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ ও টেলিটকের ১৮ হাজার ১৯০ সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। 

অন্যদিকে একই দিন ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৬ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী। এর মধ্যে গ্রামীন ফোনের মোট ১ লাখ ২৮ হাজার ৯৭০ জন, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩ জন, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ জন ও  টেলিটকের ৯ হাজার ৩৫০ হন। মোট ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার বা রবিবার (২২ বা ২৩ এপ্রিল) দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //