ঈদের ছুটির শুরুতে ঢাকার সড়কগুলো যখন ফাঁকা হয়ে উঠেছে, সেই সড়কে বাসের বেপরোয়া চলাচলের নজির মিলল এক দুর্ঘটনার মধ্য দিয়ে।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের পূর্বপাশে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের সেই বাস উল্টে ১০ যাত্রী আহত হন বলে পুলিশ জানিয়েছে।
সকাল ১০টার দিকে খেজুর বাগানের পাশের সড়ক হয়ে উড়োজাহাজ ক্রসিং এলাকায় পৌঁছার আগেই বাসটি উল্টে যায়।
শেরেবাংলা নগর থানার এএসআই নজরুল ইসলাম বলেন, রাস্তা ফাঁকা ছিল। চালক দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা তাকে জানিয়েছে। দুর্ঘটনাকবিলত বাসটির প্রায় সব কাচ ভেঙে গেছে।
এ বাসের চালক বা তার সহকারীকে পাওয়া যায়নি উল্লেখ করে নজরুল বলেন, বাসটির ১০/১২ জন যাত্রীর প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
“আমি সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে আহত দুজনকে ভর্তি অবস্থায় পাই। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।”
এএসআই নজরুল জানান, বাসটিকে রেকার দিয়ে তুলে থানায় নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বাস দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা ঈদের ছুটি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh