পাঁচ দিনে রাজধানী ছেড়েছে এক কোটি মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে ঈদের দিন শনিবার পর্যন্ত পাঁচ দিনে ঢাকা ছেড়ে গেছেন এক কোটির বেশি মানুষ। এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ মানুষ।

আজ রবিবার (২৩ এপ্রিল) বিকেলে মোবাইল ফোনের সিম কার্ডের তথ্য যাচাই করে এ তথ্য জানিয়েছেন টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। পরদিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, বৃহস্পতিবার ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন।

ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন শুক্রবার। এদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন রাজধানী ছেড়ে গেছেন। শনিবার ঈদের দিন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন নগর ছেড়ে গেছেন।

তথ্য বলছে, এ সময়ে মোট এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭৮৬ জন রাজধানী ত্যাগ করেছেন।

ঈদের ছুটিতে যে শুধু নাগরিকরা রাজধানী ছেড়ে গেছেন তা নয়। এ সময়ের ২৭ লাখের বেশি মানুষ ঢাকা প্রবেশও করেছেন। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ জন রাজধানীতে প্রবেশ করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //