পরিবেশবাদীদের নগর ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

সাত মসজিদ সড়কসহ রাজধানীতে গাছ কাটা বন্ধসহ পাঁচ দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন (নগর ভবন) ঘেরাও কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করেছেন পরিবেশবাদীরা। তারা বলেছেন, নগর ভবনে যাওয়ার আগে বঙ্গবাজার সংলগ্ন সড়কে পুলিশ তাদের থামিয়ে দেয়। সেখানে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা এলেও সুস্পষ্ট কোনো আশ্বাস দেননি।

‘সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন’ ব্যানারে পরিবেশবাদীরা আজ রবিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন অভিমুখে যাত্রা শুরু করেন। এই পদযাত্রায় গাছ, পাখি ও প্রাণির প্রতিকৃতিসহ বিভিন্ন ব্যানার নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তবে নগর ভবনের আগেই বঙ্গবাজার সংলগ্ন এনেক্সকো টাওয়ার এলাকায় ব্যারিকেড দিয়ে পুলিশ আন্দোলনকারীদের থামিয়ে দেয়।

পরে সেখানেই সড়কের একাংশে তারা অবস্থান নেন। এসময় তারা ‘যেই মেয়র গাছ কাটে সেই মেয়র চাই না’, ‘গাছ কেটে উন্নয়ন, রুখে দাও জনগণ’, ‘নিষ্ঠুর নগর প্রশাসন চাই না’ ইত্যাদি স্লোগান দেন।

তারা দাবি তোলেন, মেয়র কিংবা সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের তাদের সামনে এসে জবাবদিহি করতে হবে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের এ অবস্থান চলার এক পর্যায়ে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান। এসময় আন্দোলনকারীরা তার সামনে দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারীদের দাবি

১. সাত মসজিদ সড়কের গাছ কাটা বন্ধ করে সেই স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে।

২. জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার ‘উন্নতমানের দ্রুত বর্ধনশীল’ গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে।

৩. বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে নগরের গাছ ও সবুজবলয় সুরক্ষা করতে হবে।

৪. ধানমন্ডি সাত মসজিদ সড়কসহ সব পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে।

৫. নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //