পুলিশের লাঠিপেটায় শাহবাগ ছাড়লো অবরোধকারীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের লাঠিপেটা করে শাহবাগ ছাড়া করেছে পুলিশ। এসময় অন্তত ৪ জন আহত হয়েছেন। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। 

আজ শনিবার (১০ জুন) রাত ৮টার পর রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে, বেলা ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন ৩৫ প্রত্যাশীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ভুক্তভোগীদের কথা বিবেচনা করে সন্ধ্যার পর অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান পুলিশ কর্মকর্কারা। তবে আন্দোলনকারীরা পুলিশের আহ্বানে সাড়া দেয়নি। পরে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ৪-৫ জন আন্দোলনকারী আহত হন।

এছাড়াও ঘটনাস্থলে থেকে অন্তত ৮ জনকে আটক করে পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেন চাকরিপ্রার্থীরা। 

এ বিষয়ে জানতে চাইলে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম সাম্প্রতিক দেশকালকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের ওপর অহেতুক লাঠিচার্জ করেছে। হামলায় আমাদের চার সহযোদ্ধা আহত হয়েছেন। এছাড়া আমাদের সংগঠনের আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ ৮/৯ জনকে আটক করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //