ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলামকে নিউমার্কেট জোনে, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাসকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেন্স বিভাগে ও ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে গুলশান জোনে।

এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জানা সাহাকে ওয়ারী জোনে, ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ধানমন্ডি জোনে, কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনন্যা চক্রবর্তীকে ক্রাইম বিভাগ-১ ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম রেজাকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //