ন্যূনতম মজুরি ঘোষণাসহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়নে রবিবার বিক্ষোভ

ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদকে পাশকাটিয়ে শ্রম আইনের সংশোধন অনুমোদনের চেষ্টা বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২৩ প্রত্যাহার এবং আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালিত হবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যৌথ ভাবে এই কর্মসূচী পালন করবে।

আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায় আয়োজিত ঢাকার বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন স্কপের যুগ্ম সমন্বয়কারী শাহ মো. জাফর এবং নুরুল আমিন। বক্তব্য রাখবেন স্কপ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা শাহ মোহাম্মদ জাফর ও নুরুল আমিনসহ স্কপ অন্তর্ভুক্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দ শহীদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, আব্দুল কাদের হাওলাদার, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, আলাউদ্দিন মিয়া, ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নঈমুল আহসান জুয়েল, আমিরুর হক আমিন, সাকীল আক্তার চৌধুরী, রিপন চৌধুরী, আহসান হাবিব বুলবুল, রজত বিশ্বাস  এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া এক বিবৃতিতে বলেন এ তথ্য জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //