আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ রবিবার (১৫ অক্টোবর) সকালে মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোল কলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের কাজ-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই। আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন-মানসিকতাও পরিচ্ছন্ন রাখব। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং নিজে আগে ভালো থাকতে হবে।
ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি উল্লেখ করে বলেন, আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই ডেঙ্গুর। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।
তিনি বলেন, মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। এ সময় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা আয়োজন করার জন্য সব বিভাগের উপ-পুলিশ কমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্যও নির্দেশনা দেন হাবিবুর রহমান।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশেষ রোল কলে পিওএম বিভাগের সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের কাছে পেশ করেন। তিনি সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন ও কিছু বিষয়ে করণীয় সম্পর্কে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন। রোল কল শেষে তিনি (পিওএম) পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন। খাবারের মান বৃদ্ধিতে দায়িত্বশীলদের দিক নির্দেশনা দেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh