সমাবেশ ঘিরে ঢাকায় চলছে তল্লাশি, দেড় হাজারের বেশি র‌্যাব মোতায়েন

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুটির সমাবেশকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে চলছে ব্যাপক তল্লাশি। দেড় হাজারের অধিক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানী ঢাকায়।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন জানান, র‍্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।

র‍্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

র‍্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।  র‍্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া র‍্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //