সেই নৈশভোজের আয়োজক আলতাফ চৌধুরী গ্রেপ্তার

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিএনপি নেতৃবৃন্দ এবং এক মন্ত্রীকে নিয়ে নৈশভোজ আয়োজন করেছিলেন প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেন চৌধুরী, তাকে পুরনো মামলার সন্দেহভাজন আসামি দেখিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, সম্প্রতি হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিন মোল্লাহ জানান, ২০২২ সালের ১৭ নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন তিনি। সেই মামলায় ব্যবসায়ী আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেপ্তারের সঙ্গে নৈশ ভোজের সম্পর্ক নেই বলে দাবি করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই।  নৈশভোজের বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //