সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৫ জনে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৯৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৫০১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭৫ হাজার ৬১৩ জন। মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৮১ জন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh