মোহাম্মদপুরের বেশিরভাগ কেন্দ্র ফাঁকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে, ভোট শুরুর এক ঘণ্টা পরও মোহাম্মদপুর বাসস্ট্যাণ্ড, টাউনহল এলাকা ফাঁকা। সরকারি প্রাইমারি স্কুল সেন্টারে শুধু প্রার্থীর ২/৪ জন সমর্থককে দেখা গেছে। এছাড়া আড়ংয়ের পাশের সেন্টারটিতেও একই অবস্থা। 

সরেজমিনে চার্জার অটোরিকশায় করে ভোটার কেন্দ্রে আনার চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা নানকের সমর্থকদের।

প্রিপারেটরি গার্লস কলেজে ২ ঘন্টায় ভোট পড়েছে ২৮টা। মোট প্রার্থী ৬ জন। নৌকা, ফুলের মালা ও একতারা মার্কার পোলিং এজেন্ট আছে। মোমবাতি, টেলিভিশন ও ছড়ি মার্কার কোন পোলিং এজেন্ট আসেনি।

শেখেররটেক ৩নং কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। সেখানের ৬টি বুথে ৩০০০ এর অধিক ভোটার। মাত্র ৪০/৫০ জন ভোট দিয়েছে এপর্যন্ত।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //