বস্তির আগুন নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কারওয়ান বাজার বস্তিতে লাগা আগুন নাশকতা নাকি সট সার্কিট থেকে লেগেছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনে ডিএনএ টেষ্ট করা হবে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তিতে থাকা অন্তত তিন শতাধিক ঘর।

এদিকে  আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের একটি বস্তিতে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সহযোগিতায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //