
প্রতীকী ছবি।
রাজধানীর পল্লবীতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৩ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী আমিনুল ইসলাম হত্যা করেছে তাকে। স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই মাহফুজাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ এবং শারীরিক নির্যাতন করতেন স্বামী আমিনুল ইসলাম সীমান্ত।
মৃত্যুর আগে মাহফুজার বাবার রেখে যাওয়া সঞ্চয়পত্রের টাকার দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করা হতো। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তে মৃত্যুর আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী আমিনুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।