হানিফ ফ্লাইওভারে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ জুন) রাত আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম ঢাকার চকবাজারের বড়কাটারা এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের বন্ধু হৃদয় জানান, নাঈম চকবাজার এলাকায় একটি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গতরাতে আমরা দুই বন্ধু চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়ায় যাচ্ছিলাম। তখন আমি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলাম, নাঈম আমার পেছনে বসা ছিল। ফ্লাইওভারের ওপরে কলাপট্টি নামের স্থানে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল আমাদেরকে ওভারটেক করলে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে অচেতন হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি ঢাকা মেডিকেল হাসপাতালে আছি। পরে জানতে পারি আমার বন্ধু নাঈম মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //