ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন এলাকায় ইন্টারনেটের গতি কমার তথ্য মিলেছে গ্রাহকদের কাছ থেকে।
আজ বুধবার (১৭ জুলাই) দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার তথ্য দিয়েছেন গ্রাহকরা।
প্রেস ক্লাব এলাকায় মোহাম্মদ ইমরান নামে গ্রামীণ ফোনের এক ইন্টারনেট ব্যবহারকারী জানান, হঠাৎ করে ইন্টারনেট গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপে কথা বলতে গেলেও কল ড্রপ হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ, কেউ কেউ ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না। শুধু তাই নয়, ফেসবুক হালনাগাদ পোস্ট পাওয়া যাচ্ছে না। ঘুরেফিরে ঘণ্টাখানেক বা তার চেয়ে বেশি সময় আগে করা পোস্টে সামনে আসছে।
পেশাগত দায়িত্ব পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তার আশপাশের এলাকায় থাকা গণমাধ্যমকর্মীরা জানান, চলমান কোটা বিরোধী আন্দোলনের তথ্য অফিসে পাঠাতে খুব সমস্যা হচ্ছে। বুধবার দুপুরের পর থেকে হঠাৎ ইন্টারনেট গতি কমে গেছে। যার কারণে তাদের পেশাগত দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh