আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আবু সাঈদের পরিবার

সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা আজ রবিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে তারা ঢাকায় পৌছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান।

জানা গেছে, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। সে ব্যবস্থা করা হয়েছে। তবে কখন দেখা হবে তা এখনো জানতে পারেননি।

আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক বলেছেন, শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।  

এর আগে গতকাল শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রংপুর থেকে ঢাকায় রওনা দেন তারা। বর্তমানে আবু সাঈদের পরিবারের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম। 

জানা গেছে, আজ রবিবার (২৮ জুলাই) গণভবনে কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //