রামপুরা ও শান্তিনগর সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে রামপুরা ব্রিজে এসে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনের সড়কে ও বেইলি রোড থেকে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে সড়কে নামে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

দুপুর পৌনে দুইটার দিকে থেকে রামপুরা ব্রিজে এসে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তা দখলে নিয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাড়াও আশপাশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল

এসময় রাস্তায় অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।

উল্লেখ্য, এদিকে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //