নতুন ওসি পেল ডিএমপির আরো ৪ থানা

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ বদলি-পদায়ন করা হয়। থানা গুলোর মধ্যে রয়েছে গুলশান, রমনা, মিরপুর ও লালবাগ। এরা সবাই পুলিশ পরিদর্শক পদমর্যাদার।

অফিস আদেশে বলা হয়, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তাদের মধ্যে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আমিরুল ইসলামকে লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর থানায়, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হককে মিরপুর বিভাগের রূপনগর থানায়, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দিনকে রমনা বিভাগের নিউমার্কেট থানায় এবং ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল আলিমকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //