২৮ দিন পর মারা গেলেন আন্দোলনে আহত শিক্ষার্থী আশিক

কুড়িগ্রামে ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে মারা যান তিনি।

গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলেন উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিক।

তিনি উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে।

আশিকের পরিবারের লোকজন জানান, কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। ১৮ আগস্ট ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh