যুবদল পরিচয়ে দোকান দখল, আটকের পর জানা গেল তিনি শ্রমিক লীগ নেতা

রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা আটক হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা। তিনি উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে এসেছিল। এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //