Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩

রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

উদ্ধার হওয়া অস্ত্র ও তাজা গুলি। ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারে যৌথবাহিনীর অভিযানে বেশ কিছু অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সেনা কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, কিছু লোক অস্ত্র বেচাকেনার জন্য রায়েরবাজার এলাকায় জড়ো হয়েছে। পরে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প থেকে মেজর নেয়ামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সেখানে অভিযান চালায়।

সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের ব্যাগ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১৫টি বিভিন্ন সাইজের পিস্তল, ২৪০টি তাজা গুলি ও ২৮টি টিয়ার শেল।

সেনা সদস্যদের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। সেগুলো থানায় ফেরত দেয়ার কথাও জানান তারা। আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে যৌথ বাহিনীর অভিযান আরও কড়াকড়ি করা হবে বলেও জানান অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫