নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ এএম
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ রবিবার (২২ সেপ্টেম্বর)। ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা এবং ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের এই দিনে পালিত হয় দিবসটি।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে দিবসটি পালন করে থাকে।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৩টায় ডিটিসিএর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি, হাঁটা, বাইসাইকেল ও গণপরিবহনবান্ধব শহর গড়ি’ শীর্ষক সভাটি রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মোহাম্মদ খান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস World Car Free Day ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ আলোচনা সভা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh