নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
রাজধানীর গুলশানে এক চায়ের দোকান থেকে দুইজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা এখানে লাশ ফেলে যান।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বরে একটি চায়ের দোকান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, দুইজনের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত রফিকের (৬২) বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের (১৫) বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।
স্থানীয়দের ধারণা দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যে কোনো সময় দুর্বৃত্তরা হত্যা করে। আজকে মরদেহ থেকে দুর্গন্ধ বের হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পাশাপাশি মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh