রাজধানীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির পণ্যও জব্দ করে যৌথ বাহিনী। এসময় নয়ন খা ও হাসানুল্যাহ নামে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে তারা।
গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে শুরু হয়ে দুই ঘণ্টা চলে এই অভিযান। মূলত ছাত্রদের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির ১ হাজার ১৩৪০ কেজি ডাল ও ৬৫০ বোতল তেল (২ লিটারের) উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি কেসইনু মারমা জানান, কিভাবে গোডাউনটিতে টিসিবির এত পণ্য মজুদ করা হলো তা তদন্ত করা হবে। জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। জব্দকৃত মালামাল সরকারকে ফেরত দেয়া হবে বলেও জানান লালবাগ থানার ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজধানী যৌথ বাহিনীর অভিযান টিসিবি পণ্য আটক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh