মোহাম্মদপুরে কিশোর গ্যাং প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গতকাল বুধবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদ উদ্যান থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের থেকে কিশোর গ্যাংদের ফিরে আসার অভিযোগ পেলে মোহাম্মদপুরের সেনাক্যাম্প থেকে তিনটি টহল দল উক্ত এলাকায় হাজির হয়। সেনাদলের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাংরা পালানোর চেষ্টা করলে দুইজন হাতেনাতে গ্রেপ্তার হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আস্তানায় গিয়ে কিশোর গ্যাং প্রধান রাসেলসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের সকলের হাতে এক প্রকার ট্যাটু পাওয়া যায়, যা তাদের কিশোর গ্যাংয়ের চিহ্ন হিসেবে প্রকাশ করে। তাদের সকলকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাজধানী কিশোর গ্যাং গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh