ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করোপরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনের সড়কে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দ অটোরিকশা ও ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, ‘ঢাকা শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh